সাধারণত ক্রীড়া ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটির মেয়াদ বেঁধে দেয়া হয় তিনমাস। ৯টি ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষিত হয়েছে দেড় মাস আগে। বাকি ফেডারেশনে কমিটি ঘোষণার খবর নেই। সংক্ষিপ্তকালীন কমিটিতে এসেও জুন পর্যন্ত (৬ মাস) খেলার পঞ্জিকা ঘোষণা করে দিয়েছে কাবাডি ফেডারেশন। এতেই অ্যাডহক কমিটির মেয়াদকাল নিয়ে ধন্দে ক্রীড়াবিদণ্ডসংগঠকরা। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে সাধারনত নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের দায়িত্ব থাকে ৯০ দিনের মধ্যে ওই ফেডারেশনে নির্বাচন আয়োজন করার। যা ঘোষিত অ্যাডহক কমিটির প্রজ্ঞাপনেই লিখে দেয় ক্রীড়া পরিষদ। কিন্তু গত বছরের ১৪ নভেম্বর ঘোষিত নয় ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রজ্ঞাপনে তাদের আয়ুষ্কাল উল্লেখ ছিল না। এরই মধ্যে দেড় মাস অতিবাহিত হয়ে গেছে। এই ফেডারেশনগুলোতে নির্বাচন আয়োজনের কোন খবর নেই। উপরন্তু আগামী ছয়মাসের পঞ্জিকা ঘোষণা করে দিয়েছে কাবাডির বর্তমান অ্যাডহক কমিটি। তাই নয় ফেডারেশনের অ্যাডহক কমিটির মেয়াদ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন অনেকেই। যদিও ফেডারেশনের গঠনতন্ত্রে রয়েছে, ‘অ্যাডহক কমিটি সর্বোচ্চ তিনমাস সময়ের জন্য হবে এবং উক্ত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করিবে।