যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাদপড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। একবার গেজেটভুক্ত হয়ে পরে বাদপড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন করেছেন। গতকাল সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ৪৩তম বিসিএসে বাদপড়া চাকরিপ্রার্থীরা। পরে তাদের চারজন দুপুর আড়াইটার পর জনপ্রশাসন সচিবের দপ্তরে গিয়ে সবার আবেদন পৌঁছে দেন। বিকাল ৪টার দিকেও বাদ পড়া অর্ধশতাধিক প্রার্থী সচিবালয়ের সামনে ফুটপাতে ও সড়কের ওপর অবস্থান করছিলেন। অবস্থান কর্মসূচি থেকে প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। ৪৩তম বিসিএসের দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে তারা কেন বাদ পড়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তা জানতে চান তারা। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা বলেন, চার বছর পর পিএসসির সুপারিশ পেয়েছিলাম। নতুন চাকরিতে যোগদান করার অপেক্ষায় ছিলাম।