আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন উপলক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ মহাসম্মেলন আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘আমাদের আজকের লিফলেট বিতরণের মূল লক্ষ্য ছিল খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং আগামীকালের মহাসম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা’। তিনি আরো বলেন, ‘আমরা রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় শান্তিপূর্ণভাবে এ কার্যক্রম পরিচালনা করেছি। মসজিদ, বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করে আমরা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আক্বিদায়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়াই এই দাওয়াতি কাজসম্পন্ন করা সম্ভব হয়েছে’। মহাসচিব আরো বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুওয়াতের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এছাড়া দেশবরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য দেবেন। লিফলেট বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী প্রমুখ।