ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের জনজীবন স্থবির

সিরাজগঞ্জের জনজীবন স্থবির

সিরাজগঞ্জে তীব্র শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে বিশেষ করে শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। অনেক অসহায় ও দিনমজুর পরিবার শীতবস্ত্রের অভাবে এখন মানবেতর জীবনযাপন করছে। কয়েকদিন ধরে এ অঞ্চলে তীব্র শীতের প্রভাব বাড়ছে। বৃহস্পতিবার ভোররাত থেকে এ তীব্র শীত ও হিমেল হাওয়া বইছে। ঘন কুয়াশায় দিনভর সূর্যের দেখা মেলেনি। দিনভর ঘন কুয়াশায় মহাসড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। তবে দূরপাল্লার যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

হিমেল হাওয়া ও তীব্র শীতে জেলা ও উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে জনসমাগম কমে গেছে। তবে এ শীত নিবারণে শহর বন্দরসহ বিভিন্ন স্থানে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। এমনকি এ অঞ্চলে কৃষকেরাও মাঠে নামতে হিমশিম খাচ্ছে এবং অনেক স্থানে আগুনের কুন্ড জ্বালিয়ে এই শীত নিবারণ করছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল বলেন, গতকাল ভোর থেকে ঘন কুয়াশায় মহাসড়কে কচ্ছপগতিতে চলাচল করছে যানবাহন। তবে দূরপাল্লার বাসগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।

আবহাওয়াবিদরা বলছেন, শীতকালে ঘন কুয়াশা নতুন কিছু নয়। তবে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলজুড়ে ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতের প্রভাব বাড়ছে। এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলার সবকয়টি উপজেলা ও পৌরসভায় ৬২ লাখ ৫০ হাজার টাকা কম্বল ক্রয়ে বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যেই জেলার বিভিন্ন স্থানে প্রায় ৮ হাজার কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা শীতবস্ত্র বিতরণ শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত