কিশোর গ্যাং সদস্যদের হামলায় হাসিবুল ইসলাম বাদশা নামে এক ওষুধ (ফার্মেসি) ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তারা বাড়িতে প্রবেশ করে নিহতের স্ত্রী ও শ্যালিকাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গত বুধবার রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (মসজিদ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নিহত হাসিবুল ইসলাম বাদশা বরিশালের বানারীপাড়া উপজেলার ইলোহার গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দীর্ঘ বছর ধরে মাওনা (মসজিদ মোড়) এলাকায় জমি কিনে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস করে আসছেন। তিনি মসজিদ মোড় এলাকায় মামণি ফার্মেসি দিয়ে ওষুধ ব্যবসায় পরিচালনা করতেন।
আটকরা হলেন- স্থানীয় দারগারচালা গ্রামের আলী আকবরের ছেলে অন্তর ও মৃত নিজাম উদ্দিনের ছেলে রুমান। নিহত হাসিবুল ইসলামের শ্যালক ও মাইক্রোবাসচালক জাহিদুল ইসলাম শিমুল হোসেন বলেন- ঢাকায় আত্মীয়ের বাসা থেকে রাত প্রায় ২টার দিকে মাওনা চৌরাস্তা (মসজিদ মোড়) বাসায় আসি। গাড়ি থেকে নারীরা নেমে যাওয়ার পর কিশোর গ্যাং প্রধান রুবেলসহ তারা সাত-আটজন সহযোগী মাইক্রোবাসের সামনে এসে দাঁড়ায়। তখন রুবেল দুলাভাইকে (হাসিবুল) বলে, তোরা এখানে ভাইসা আসছচ, তোদের উড়াইয়া দিমু। তখন দুলাভাই বলতেছে ভাগিনা (রুবেল) তোমরা চলে যাও। তোমরা আমার কাছের লোক না? এ কথা বলামাত্রই রুবেল ও তার সঙ্গে থাকা দুই তিনজন দুলাভাইকে কিল-ঘুষি ও ইট দিয়ে মারতে থাকলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে নিহতের স্ত্রী মাহমুদা আক্তার ও শ্যালিকা সালমা আক্তরের গলার চেইন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দেয়ায় কিশোর গ্যাং সদস্যরা সালমার স্বামী হানিফকেও মারধর করে। নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, ‘কিশোর গ্যাংপ্রধান রুবেল ও তার সঙ্গে থানা অন্যরা মাদকাসক্ত ছিল। আমার স্বামী বারবার তাদের পরিচয় দেয় এবং রুবেলকে ভাগিনা বলে ডাকে। রুবেলের মাথায় এবং পিঠে হাত বুলিয়ে তাকে চলে যাওয়ার অনুরোধ করেন তিনি। কোনোভাবেই রুবেলকে থামানো যায়নি। পরে হাসিবুলকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেন। ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা বলেন, এসময়ে হাসিবুল ইসলামকে তার স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, হাসিবুল ঢাকায় তার আত্মীয়ের বাসা থেকে রাতে শ্রীপুরের মাওনার নিজ বাসার সামনে হামলার শিকার হন। হামলার ঘটনায় জড়িত অন্তর ও রুমানকে রাতেই আটক করা হয়েছে। হামলাকারী পলাতক রুবেলসহ তার অন্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলা হয়েছে।