ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

৬ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

৬ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

মাদকপাচারের অভিযোগে ছয়জন ইরানি নাগরিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। গত বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গালফ উপকূলের দাম্মামে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তবে কবে এটি কার্যকর হয়ে তা সম্পর্কে কিছু জানায়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘তেহরানের সৌদি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

রিয়াদের এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে ইরান। এই পদক্ষেপ অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইন পরিপন্থি। ২০১৬ সালে তেহরানে সৌদি দূতাবাস আক্রমণের ঘটনার পর থেকে আগে থেকে দুই দেশের মধ্যে থাকা শীতল সম্পর্ক আরো তিক্ত হয়ে ওঠে। ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক হয়। ২০২৪ সালে মাদক পাচারের অভিযোগ ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২৩ সাল থেকে দেশটি মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে। সে বছর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছিল চীন ও ইরান। তৃতীয় স্থানে ছিল সৌদি আরব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত