জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে অনীহা বাড়ছে দেশবাসীর
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
এখন সেভাবে চোখে পড়ে না জন্মনিয়ন্ত্রণ নিয়ে সরকারের প্রচার কার্যক্রম। এক সময় ব্যাপক প্রচার-প্রচারণা থাকায় জনসংখ্যা বৃদ্ধির হার কমেছিল। কিন্তু এখন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা দিন দিন কমছে। জাতীয় পর্যায়ে গ্রাম এবং শহর সর্বত্রই দেশবাসীর মধ্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে দেখা দিয়েছে অনীহা। ফলে জনসংখ্যা বৃদ্ধির হারও বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এসভিআরএস প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। সম্প্রতি এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ১ দশমিক ৩৩ শতাংশ।