ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

খলিল কালিনারি আর্টস সেন্টারের যাত্রা শুরু

খলিল কালিনারি আর্টস সেন্টারের যাত্রা শুরু

বাংলাদেশে খাদ্য শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে খলিল কালিনারি আর্টস সেন্টার। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের নিজ কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খলিল কালিনারি আর্টস সেন্টারের শুভ উদ্বোধন করেন ইউএস প্রেসিডেন্সিয়াল, বাইডেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক মাস্টারশেফ মো: খলিলুর রহমান।

তিনি বলেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য বেকার যুবককে দক্ষ করে গড়ে তোলা, বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেফ মো: খলিলয় রহমান আরো জানান, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা নিশ্চিত করা হবে। সেই সাথে বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধাও পাবেন তারা। দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, খলিল কালিনারি আর্টস সেন্টার থেকে কোর্সসম্পন্নকারী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সার্টিফিকেট গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে শেফ হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদান এবং EBS ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি হতে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত