সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারী সচিব হলেন ১৫ জন কর্মকর্তা। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা প্রজ্ঞাপন জারি করে।
সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে- সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদের বর্ণিত কর্মকর্তাদের ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর বিধি-৫ অনুযায়ী সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি হয়েছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যোগদান করবেন। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে স্ব-স্ব পদে কর্মরত থাকবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন- রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. দুলাল মিয়া, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. তফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব মো. ফারুক হোসেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সহকারী পরিচালক মোল্লাহ মোস্তাহিদুর জামান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোসা. সালমা আকতার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফারুক আলম ও পরিকল্পনা বিভাগের সহকারী সচিব মো. মাহতাব হোসেন, শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) মো. মানিক উদ্দিন, পরিকল্পনা বিভাগের সহকারী সচিব মো. হাবিবুর রহমান, পরিকল্পনা বিভাগের সহকারী সচিব হারাধন চন্দ্র সরকার, কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) শ্যামা পদ বিশ্বাস, শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব কাঞ্চন বিকাশ দত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী সচিব মিজ শাহানারা খানম এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহকারী সচিব ফারুক আহাম্মদ খান।