গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা অপরাজনৈতিক তৎপরতারই বহিঃপ্রকাশ। এই ধরনের হামলায় সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিদ্যমান সব কর্তৃত্ববাদী ব্যবস্থা ও উপাদানকে সমূলে উচ্ছেদ করা না গেলে এই ধরনের সন্ত্রাসবাদিতার নিদর্শন বারবার প্রকাশিত হতে থাকবে। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল রোববার জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বিকালে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে একদল সন্ত্রাসীদের দ্বারা ফারুক হাসান হামলার শিকার হয়েছেন। সমাবেশে বর্তমান সংবিধানকে নাকচ করে ফারুক হাসান বলেন, বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই-আগস্টে বিপ্লব করেছি। আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদের হাইকোর্ট দেখানো হয়। এছাড়াও সমাবেশে তিনি আহতদের পুনর্বাসনে সরকারের তরফ থেকে অবহেলার সমালোচনা করেন। জাতীয় নাগরিক কমিটি মনে করে, আজকের এই হামলা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত এবং ব্যবস্থার তাবেদার শক্তির উগ্র আস্ফালন। জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠার দিন থেকেই প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সংস্কার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছে। এরপরও বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে গিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা অভ্যুত্থান-পরবর্তী সময়েও বাধা এবং হামলার শিকার হচ্ছেন। এছাড়া হামলায় জড়িতদের তদন্তপূর্বক চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।