হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি ৬৬ জন শিশুর বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত। গতকাল রোববার ভোরে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় মোস্তাকিম নামে এক ৯ মাসের শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সর্দি, জ্বর, কাশি ও ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। শিশু মোস্তাকিম পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের রংপুরিয়াবস্তির আব্দুল লতিফের ছেলে। স্থানীয়রা জানান, শিশুটির মা বাবলি আক্তার কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। তার স্বামী অন্যত্র বিয়ে করলে বাবলির স্থান হয় বাবার বাড়ির এলাকা পঞ্চগড় সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া স্কুলের মাঠে। সেখানে একটি ঝুপড়ি ঘর তুলে সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতেন তিনি। প্রচণ্ড শীতে গত শুক্রবার (৩ জানুয়ারি) তার ছেলে সর্দি, জ্বর, কাশি ও ডায়েরিয়ায় আক্রান্ত হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে শিশুটি মারা যায়। আরো জানা যায়, শিশুটিকে বাড়িতে নিয়ে দাফন করার জন্য পয়সা ছিল না। হাসপাতালের অন্যান্য রোগীর স্বজন ও স্থানীয়রা টাকা তুলে শিশুটিকে বাড়িতে নিয়ে দাফন করার ব্যবস্থা করেন।