চট্টগ্রাম বহির্নোঙরে সাংগু নদীর মোহনায় দেশীয় অস্ত্রসহ তিন ছিঁচকে চোরকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার আনুমানিক রাত ৮টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সাংগু চট্টগ্রাম বহির্নোঙরে সাংগু নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, বোটটি তল্লাশি করে বাণিজ্যিক জাহাজ থেকে চুরির সরঞ্জামাদি (তিনটি দেশীয় অস্ত্র, তিনটি সেলাই রেঞ্জ, একটি হ্যাকসো ব্লেড, একটি লোহার হুক, চারটি স্পেনার, ৬০ লিটার ডিজেল ও তিনটি মোবাইল ফোন) জব্দ করা হয় এবং চুরির সাথে সম্পৃক্ত তিন ছিঁচকে চোরকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকার ছিঁচকে চুরির গডফাদার জাহেদ গ্রুপের সদস্য। জব্দকৃত বোট, চুরির নিমিত্তে ব্যবহৃত মালামাল ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।