ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সপ্তাহের শেষে বাড়তে পারে শীতের তীব্রতা

সপ্তাহের শেষে বাড়তে পারে শীতের তীব্রতা

সপ্তাহের শেষে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল রোববার আবহাওয়াবিদ মুহাম্মদ আব্দুর রহমান খান এক ব্রিফিংয়ে এই তথ্য দেন। তিনি জানান, ৭ ও ৮ জানুয়ারি রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঢাকাসহ অন্যান্য অঞ্চলে আকাশ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ৮, ৯ এবং ১০ জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা কয়েক গুণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে একদিনের ব্যবধানে ঢাকার তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা পরে বেড়ে ১৭ ডিগ্রি হতে পারে বলে জানিয়েছে অধিদফতর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত