ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমানদী ইউনিয়নের দড়িকান্দি জাহিদেরগাঁও এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রোববার রাতের আঁধারে একটি প্রতিষ্ঠানের জমি দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে ডিপলেপ নামে ওষুধ কোম্পানির মালিক আ. লতিফ ও হাবিবুর রহমানের বিরুদ্ধে। ওই এলাকায় বাংলাফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপর (সার্কেল-বি) আসিফ ইমামকে এ ব্যাপারে অভিযোগ করেছেন। বাংলাফুড এন্ড বেভারেজ কর্তৃপক্ষ জানায়, জমিটি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে বর্তমানে মামলা চলছে। এ ব্যাপারে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে আদালত উভয়পক্ষকেই ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোববার রাতে প্রায় অর্ধশতাধিক ক্যাডার নিয়ে বিতর্কিত জমিটি জোরপূর্বক দখল করে দখল করে, সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করে ডিপলেপ ওষুধ কোম্পানির মালিক লতিফ ও হাবিবুর রহমানের লোকজন। এ নিয়ে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা এ ব্যাপারে দ্রুৎ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাফুড এন্ড বেভারেজ কর্তৃপক্ষের অভিযোগ, রোববার রাতে সন্ত্রাসীদের জমি দখলে বাধা দিতে গেলে তাদের প্রতিষ্ঠানের লোকজনকে ডিপলেপ ওষুধ কোম্পানির লিমিটেডের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে সোনারগাঁও থানা ও পরে ক্র্যাপ ১১ অফিসে বারবার ফোন দিলেও সন্ত্রাসীদের বাধা দিতে কেউ এগিয়ে আসেননি। এ ব্যাপারে ডিপলেপ কোম্পানির চেয়ারম্যান হাবিবুর রহমানের মোবাইলে একাধিকরার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আসিফ ইমাম বলেন, আমি সোমবার পেয়ে সোনারগাঁও থানাকে বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে ফোর্স পাঠাতে বলেছি। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত