হাজার কোটি টাকা পাচার হয়েছে আহতদের চিকিৎসায় কত লাগে?
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার দাবিতে মানববন্ধন করেছে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২৪ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধারা’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি করেন। আয়োজকদের সমন্ধয়ক জিহাদ ইসলাম বলেন, এখনো সব শহীদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারেনি। তাদের সহয়তা থেকে অনেক শহীদ পরিবার বাদ পড়ে গেছে। অনেক আহত এখনো পুরোপুরি চিকিৎসা পাচ্ছে না। আমরা আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারদের সহয়তার জন্য ৭টি দাবি দিয়েছিলাম। এগুলো এখনো পূরণ করা হচ্ছে না। দেশের হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, আহতদের চিকিৎসা করতে কত টাকা লাগে? মানববন্ধনে আগত আহতরা বলেন, আমরা এই দেশকে স্বৈরাচার- ফ্যাসিস্টমুক্ত করতে জীবন বাজি রেখে বন্ধুকের সামনে গিয়ে দাঁড়িয়েছি। আমাদের এই ত্যাগের মূল্য কোথায়? আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, তাদের জীবনের বিনিময়ে এই দেশ নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। তাদের পরিবারকে কি কেউ দেখার নেই? আমরা ত্যাগ শিকার করেছি বলে আজ অর্থ পাচারকারী খুনি হাসিনা ও তার দোসররা পালিয়েছে, আর আমরাই এখন রাষ্ট্রের কাছে যেন অচেনা।