ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বায়ুদূষণ-পলিথিন বন্ধের অভিযানে জরিমানা

বায়ুদূষণ-পলিথিন বন্ধের অভিযানে জরিমানা

বায়ুদূষণ রোধে ঢাকা, শরীয়তপুর, রংপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতর। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮টি অবৈধ ইটভাটাকে ৪৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৪টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। আরো ৪টি ইটভাটা বন্ধের নির্দেশ হয়েছে। এদিকে অবৈধ পলিথিনের বিরুদ্ধে রংপুর, পিরোজপুর ও ঢাকার কারওয়ান বাজারে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ৪টি মামলায় ৩ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ১১ হাজার ২৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়। অন্যদিকে, ঢাকা মহানগরে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদফতর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত