ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাশিয়ার কুরস্কে ইউক্রেনের ৫০ হাজার সেনা নিহত

রাশিয়ার কুরস্কে ইউক্রেনের ৫০ হাজার সেনা নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে গত বছরে আগস্টের শুরুর দিকে স্থল অভিযান শুরু করে ইউক্রেন। এরপরই সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ার এই পাল্টা হামলায় কুরস্ক অঞ্চলে সম্মুখযুদ্ধে এখন পর্যন্ত ৪৯ হাজার ৮৩০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। খবর তাসের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রুশ মন্ত্রণালযয়ের বরাত দিয়ে তাসের প্রতিবেদনে বলা হয়েছে, কুরস্কে সামরিক অভিযানে ৪৯ হাজার ৮৩০ জন ইউক্রেনীয় সেনা, ২৯৩টি ট্যাঙ্ক, ২১৭ পদাতিক যুদ্ধের যান, ১৫৯টি বিশেষ সাঁজোয়া যান, ১ হাজার ৫১১টি সাঁজোয়া যুদ্ধ যান, ১ হাজার ৪২৬টি গাড়ি, ৩৪৪টি কামান, একাধিক রকেট লঞ্চার ধ্বংস করেছে রুশ সেনারা। এছাড়াও রকেট লঞ্চ সিস্টেমসহ ১৩ এইচএমএআরএস এবং ৬ এমএলআরএস, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ১৬টি লঞ্চার, ৮টি পরিবহন এবং লোডিং যানবাহন, ৮৯টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন, ১৩টি অ্যান্টি-ব্যাটারি রাডার এবং ৪টি বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩২৫ জনেরও বেশি সেনাকে হারিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত