দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১০ জনেরও বেশি।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে তিন যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের দাপুনিয়ার লিয়াকত আলীর ছেলে আল আকসা এবং গোয়াইলকান্দি এলাকার মোখলেছুর রহমানের ছেলে শাকিল, সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের পুত্র ফাহাদ মাহমুদ ফারাবী। হালুয়াঘাট থানার (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।
উখিয়া (কক্সবাজার) : কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া কুতুপালং আমগাছতলা নামক এলাকায় রডবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী লিকু মানকিন নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটির চালককে আটক করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত লিকু মানিকের স্ত্রী ও তার শিশুসন্তান। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ওই চালকের নাম সন্তোষ চন্দ্র বর্মণ। তিনি কুমিল্লার জেলেপাড়া গ্রামের মৃত নিবারন চন্দ্র বর্মণের ছেলে। উখিয়া শাহপরী হাইওয়ে থানা ইনচার্জ মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা : চান্দিনায় মারুতিকে বাসের ধাক্কায় লামহা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর সরকারি মৎস্য খামারের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লামহা দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের প্রবাসী শাকিল আহমেদের মেয়ে। আহতরা হলেন- দেবিদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামের মরিয়ম আক্তারসহ আরো ৪ জন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই সড়কে ইটবোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিরণ দে নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ইছাখালী ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিরণ দে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকার অতুল দে’র ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন, কিরণ দে’র স্ত্রী অঞ্জনা দে, ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭) ও অটোরিকশা চালক মো. তারেক ।