সফলভাবে রাষ্ট্র সংস্কার সম্পন্ন ও জনগণের কাংখিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি কল্যাণমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থে সংস্কার ও নির্বাচন নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের শরীক রাজনৈতিক দলসহ সব অংশীজনদের ঐকমত্য জরুরি বলে ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সভায় নেতারা অভিমত ব্যক্ত করেন। গতকাল শুক্রবার সকালে ধানমন্ডি কলাবাগানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান জননেতা এম এ আউয়াল বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সংকটকালে এই অভ্যুত্থানের সব অংশীজনদের ঐকমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বিধায় অভ্যুত্থানের অংশীজনদের মাঝে বিভাজন নয় ঐক্য থাকা দরকার। নিরপেক্ষ আচরণের মাধ্যমে আন্দোলনের সকল অংশীজনদের ঐক্য ধরে রেখে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে দেশে সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি কল্যাণমূলক গণতান্ত্রিক সরকার গঠন করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও জাতিকে এমন একটি আদর্শ নির্বাচন উপহার দিবেন যেন পরবর্তী নির্বাচন গুলোর জন্য এটা মানদ- হতে পারে।