প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুর সাধারণ বিদ্যুৎ গ্রাহক ফোরাম ও রংপুর মহানগর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন। এর যৌথ উদ্যোগে গতকাল রোববার সকালে নগরীর শাপলা চত্বরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে শাপলা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে খামাড় মোড়স্থ নেসকো প্রধান কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন।

ফ্যাসিবাদী হাসিনা ও তার পরিবার বিদ্যুৎ খাতে লক্ষ কোটি টাকা লুটপাত ও বিদেশে পাচার করে দুর্নীতির মাধ্যমে কেনা নিম্ন মানের ভুয়া প্রিপেইড জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়ার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর মহানগর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সভাপতি মিলন মিয়া, রংপুর মহানগর বিএনপির সদস্য মীর্জা বাবর বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল রংপুর জেলা শাখার আহ্বায়ক শরিফ লাভলু লেবু, বাসদ মার্কসবাদী রংপুর জেলা শাখার সদস্য সচিব আহসান আরিফিন টিটু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নিম্নমানের প্রিপেইড মিটার কিনে ২৬ হাজার কোটি টাকার মধ্যে ১৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করে জনগণকে জোর করে প্রিপেইড মিটার স্থাপনে বাধ্য করছে।