এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনায় নিউমার্কেট থানায় করা হত্যাচেষ্টা মামলায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু ও মো. কাউসার মৃধা।

সিএমএম আদালতে নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার এসআই মো. বায়েজীদ বোস্তামী। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ।

একইদিন দুপুর একটার দিকে হাজারীবাগ গার্লস স্কুলের সামনের একটি মেসে আত্মগোপনে থাকা অবস্থায় আসিফুল হক আসিফকে গ্রেপ্তার করা হয়।

ঝন্টু এ মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতে থাকেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করেন।

এরপর গত ১০ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে আসামিরা এলিফ্যান্ট রোডের রাস্তায় ব্যবসায়ী এহতেশামুল হকের ওপর হামলা করে।

এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম হন। এ ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।