সাবেক খাদ্যমন্ত্রী কামরুল রিমান্ডে অসুস্থ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কামরাঙ্গীরচর থানার চাঁদাবাজির দুই মামলায় ৪ দিনের রিমান্ডে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এনে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কামরুল ইসলামকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাকে ঢামেকের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) প্রায় ২০ মিনিট পর্যবেক্ষণ ও পরীক্ষানিরীক্ষা শেষে আবার থানায় নেয়া হয়েছে।