পুলিশের পোশাক পরে ছিনতাই
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পুলিশের ইউনিফর্ম পরে ছিনতাই করত তারা। বিষয়টি জানলেও তাদের ধরতে পারছিল না পুলিশ। উল্টো পুলিশ ছিনতাইয়ে জড়িত বলে অভিযোগ উঠত। এবার সেই চক্রের তিনজনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গত সোমবার গভীর রাতে হাতিরঝিলের চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। জানা গেছে, পুলিশ গ্রেফতার করতে গিয়ে জানতে পারে যে, হাকিম উদ্দিন নামে একজন এই চক্রের হোতা। তিনি এক সময় পুলিশে চাকরি করতেন। পরে নানা অপরাধে জড়ানোয় তাকে চাকরিচ্যুত করে বাংলাদেশ পুলিশ। কিন্তু তিনি সংশোধন হননি। এখনো সেই অপরাধ করে চলেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— চাকরিচ্যুত পুলিশ সদস্য হাকিম উদ্দিন (৩০), শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্ব (২২)।