চীনা প্রকল্পে ঋণে সুদের হার কমানোর পাশাপাশি ঋণ পরিশোধের সীমা ৩০ বছরে নিয়ে যেতে চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বেইজিং সফরে এ বিষয়টি তোলা হবে। বেইজিং সফর নিয়ে গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। বিনিয়োগগুলো মূলত ঋণ আকারে।