বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, মানুষ পরিবহন সেক্টরের নাম শুনলেই চাঁদাবাজ ও মাফিয়া সেক্টর মনে করে। জনগণের ভেতর এমন একটি ধারণা সৃষ্টি হয়েছে যে, পরিবহন সেক্টর থেকে প্রতিদিন কোটি কোটি টাকা লুটপাট করছে। এ তকমা থেকে বের হয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।
শিমুল বিশ্বাস বলেন, পরিবহন সেক্টর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এখানে লাখ লাখ পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল।
আজকে কেনো মানুষ পরিবহন সেক্টরকে ভালোভাবে গ্রহণ করে না! এ সেক্টরে একেবারেই যে চাঁদাবাজি হয় না তা বলবো না। কিন্তু গুটিকয়েক চাঁদাবাজের পুরো পরিবহন সেক্টর সে কলঙ্ক বহন করতে পারে না।