সরকারের মধ্যে বিপ্লবের কিছুই দেখি না
জুনাইদ আল হাবিব
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সরকারের মধ্যে বিপ্লবের কিছুই দেখেন না জানিয়ে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনাইদ আল হাবিব বলেন, সরকার আরো বিপ্লবী হবে। পরাজিত শক্তির দোসর এবং তাদের সহযোগী যে যেখানেই আছে প্রত্যেককে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের পরে যে বিপ্লবী সরকার গঠন হয়েছে, আমরা গত ৫ মাসে বিপ্লবী কোনো কিছুই দেখি নাই।
সুতরাং সরকার বিপ্লবী হবে, পরাজিত শক্তির দোসর এবং তাদের সহযোগী যে যেখানেই আছে প্রত্যেককে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আগামী নির্বাচনে পরাজিত শক্তির কেউই অংশগ্রহণ করতে পারবে না। হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ঘোষণাপত্রের জন্য আমরা একটা কথা বলে এসেছি। অনেকগুলো বিষয় যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে, সেই জায়গায় ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সংযোগ করতে হবে। সে কথাটা আমরা বলে এসেছি।