আ.লীগ উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা
মুখপাত্র উমামা ফাতেমা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আওয়ামী লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনানো হলেও ভেতরে ছিল সম্পূর্ণ ফাঁপা।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উমামা ফাতেমা বলেন, আমরা শোষিত হয়েছি এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি। দেশটির সঙ্গে কি কি চুক্তি ছিল তা প্রকাশের পাশাপাশি খতিয়ে দেখার সময় এসেছে। তিনি বলেন, পরিসংখ্যান তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই, যার ফলে পণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে।