কয়েকদিনের স্বস্তির পর আবারো তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। হিমেল বাতাসের সঙ্গে তাপমাত্রা কমে গিয়ে রোববার থেকে জেঁকে বসতে পারে শীত। থাকতে পারে দুই থেকে তিন দিন। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ রোববার থেকে সারাদেশে ফের জেঁকে বসতে পারে শীত। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমবে। ২০ জানুয়ারির দিকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। থাকতে পারে মেঘাচ্ছন্ন আবহাওয়া। এ পরিস্থিতি দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে।’
এদিকে গতকাল শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টার পূর্বাভাসেও তাপমাত্রা কমার আভাস দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে। দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে। এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অন্যদিকে কাল সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।