ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শান্তির সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ইসলাম ও মহানবী (সা.) আমাদের অনুসরণীয়

ইসলামী গণতান্ত্রিক পার্টি
শান্তির সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ইসলাম ও মহানবী (সা.) আমাদের অনুসরণীয়

মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মাত্র একজন ধর্ম প্রচারক ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তি দূত, এবং বিশ্ব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিক ও সফল রাষ্ট্রনায়ক। তাই শান্তির সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান বলেন, সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা বিধানে ন্যায়বিচার ও সুশাসন অপরিহার্য। আমাদের সততার সাথে জীবনযাপনের জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও রাষ্ট্রীয় জীবনে স্থিতিশীলতা বজায় রাখার জন্য মহানবী (সা.) সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। সমাজ ও রাষ্ট্রে ইনসাফ, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় মহানবী (সা.) নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার উম্মত হিসেবে মহানবী (সা.) এর সেই আদর্শ অবশ্যই আমাদের পালন করতে হবে। গতকাল সকালে রাজধানীর মতিঝিলস্থ একটি হোটেলে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখার উদ্যেগে ‘শান্তির সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মহানবী (সা.) আমাদের অনুসরণীয়’ শীর্ষক এক আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান আরো বলেন, মহানবী (সা.) বলেছেন, নিশ্চয়ই আল্লাহর জন্য নিবেদিত এমন অনেক বান্দা আছে যাদের আল্লাহ তায়ালা মানুষের উপকার করার জন্য বিশেষ নিয়ামত দান করেন। যতক্ষণ তারা সেগুলো মানবকল্যাণে ব্যয় করে, ততক্ষণ তিনি তাদের সেসব নিয়ামতের মধ্যে বিদ্যমান রাখেন। কিন্তু যখন তারা সে উপকার করা বন্ধ করে দেয়, তখন তিনি তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে অন্যদের দিয়ে দেন। ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে আলেচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মো. ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান, মাওলানা আনিসুর রহমান শেখ, মুফতি আহসান উল্লাহ সালামী, মো. মামুন পারভেজ, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত