সোয়েব তাজুল ইসলাম মোল্লা স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে উপজেলা শিক্ষা অফিসার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোয়েব তাজুল ইলাম মোল্লা স্কুল অ্যান্ড কেলেজ পরিদর্শ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে সরজমিনে পরিদর্শণ করে পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করেন। সাথে ছিলেন সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন। প্রথমেই ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি নূরে আলম মোল্লা সোয়েব, প্রিন্সিপাল মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক ফারুক হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস ছাত্তার, সহকারী শিক্ষিকা তাছলিমা আখতার, আইরিন বেগম, স্বরনা আখতার, জান্নাতুল ফেরদৌস মিম, মরিয়ম আক্তার মিম, সুমাইয়া আক্তার, রুবাইয়া আক্তার, সহকারী শিক্ষক শান্ত প্রমুখ।