পাঁচ জেলায় সড়কে নিহত আট
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় আটজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
নাটোর : লালপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তিন বন্ধু। গতকাল বেলা ১২টার দিকে উপজেলার সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। লালপুর থানার ওসি নুরুজ্জামান জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
বগুড়া : প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বিকালে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া শহরের আটাপাড়া এলাকার মোহাম্মদ বাবুল হোসেন (৬০) এবং সুলতানগঞ্জ পাড়ার নজরুল ইসলাম (৭০)। বাবুলের ভগ্নিপতি নজরুল। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মোনোরুজ্জামান বলেন, শ্যালক-দুলাভাই দুজনই ব্যবসার কাজ শেষে শহরে ফিরছিলেন। চালকের আসনে থাকা শ্যালক বাবুল হোসেন নিয়ন্ত্রণ হারালে প্রাইভেট কারটির রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ : পদ্মা সেতু উত্তর থানা এলাকায় গাংচিল বাস থেকে ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে বাসের হেলপার তাহসিন মাহমুদ রিফাত নিহত হয়েছেন। হাঁসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গতকাল এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গাংচিল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৪৬৫) বাসটি পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় সার্ভিস লেনে আসলে বাসের দরজার সামনে অসতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকা হেলপার তাহসিন বাস থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্যালো মেশিন চালিত মাটি ভর্তি ট্রলিচাপায় সোহাগ হাসান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামের চন্দ্রখানা-চিনাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হাসান ওই গ্রামের বিপ্লব হাসানের ছেলে। স্থানীয়রা জানান, বিড়ি সংলগ্ন রাস্তার পাশে খেলছিল শিশু সোহাগ। এসময় দ্রুতগামী একটি মাটিভর্তি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশু সোহাগ। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলপুর (ময়মনসিংহ) : ফুলপুরে বাসচাপায় মোস্তফা আহামেদ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ওনার স্ত্রী সুমি আক্তার গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের শ্রীপুর গ্রামে। ধোবাউড়া-তারাকান্দা সড়কের উপজেলার বওলা গ্রামে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মোস্তফা আহামেদ স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের নানাশ্বশুরের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। বওলা ডিগ্রি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। আহত স্ত্রী সুমি আক্তার ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন।