ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পাচারকারীসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

পাচারকারীসহ ২০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফস্থ বাহারছড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল রাত আনুমানিক ১২১৫ ঘটিকায় অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপীয়া নামক স্থানে পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী কয়েকটি ঘরে জমায়েত হওয়ার তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অপরাধী চক্রটি নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ সদস্যরা ০১ জন মানব পাচারকারী, ০২ জন বাংলাদেশি নাগরিক ও ১৭ জন বাস্তুচ্যুত মায়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত