ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক দুই

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক দুই

কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামের মাসুম বিল্লাহ (৪৫) ও মো. শফিউল্লাহ খাঁ (৩০)।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গাগরামারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় দুটি অবৈধ দেশীয় একনালা পাইপগান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। পরে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সব আলামতসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত