চিতায় যাওয়ার আগে উৎসবমুখর নির্বাচন দেখে যেতে চান বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একটি উৎসব মুখর নির্বাচন না দেখা পর্যন্ত ঈশ্বর যেন আমাকে চিতায় না নেন। আমরা যেন সঠিক সময়ে সঠিক নির্বাচন, ‘জনগণের ভোট জনগণ দেবে যাকে খুশি তাকে দেবে’ এটা প্রতিষ্ঠা করতে পারি। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ১২ দলীয় জোট। গয়েশ্বর বলেন, কোন দল সংসদ আসন বেশি পেল আর কোন দল কম পেল এই আলোচনার দরকার নেই। আমরা সকলে ঐকমত্যের ভিত্তিতে দেশটাকে পরিচালনা করব। তারেক রহমান তো বলেছেন দুইবারে বেশি (প্রধানমন্ত্রী) থাকা যাবে না।