অপারেশন ‘ডেভিল হান্ট’ এর আওতায় রাতভর অভিযানে মোংলায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা থেকে সর্বমোট চারজন আওয়ামী লীগ নেতাকর্মী মো. জাহাঙ্গীর হোসেন, মো. ডালিম, মো. শফিকুর রহমান, বিধান চন্দ্র রায়কে একটি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়। তিনি আরো বলেন, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।