ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচন দেয়া দায়িত্ব হলেও সকাল বিকাল সংস্কারের জারি গান শুনছি : গয়েশ্বর

নির্বাচন দেয়া দায়িত্ব হলেও সকাল বিকাল সংস্কারের জারি গান শুনছি : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন দেয়া। তারা নির্বাচনের ব্যাপারেও নাই, দেশ পরিচালনায়ও নাই। শুধু সকাল বিকাল জারি গান শুনছি সংস্কার আর সংস্কার। গতকাল বুধবার লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলার জনদাবীতে লালমনিরহাটে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, দ্রব্যমূল্যের দাম বর্তমান লাগামহীন কিন্তু যারা উৎপাদন করে তারা ন্যায্যমূল্য পায় না। বাজার ব্যাবস্থার সিন্ডিকেট এখনো রয়েছে। এই সিন্ডিকেট নির্মুল আমরা দেখিনা। তিনি আরো বলেন, আন্দোলন হয়েছে এক দফা, ফ্যাসিবাদের কবর। এখন চাই সুষ্ঠু একটি অবাধ নির্বাচন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি দেবো। এই ১৬ বছর কিসের জন্য আন্দোলন করেছি আমরা? কেন এত শহীদ? কেন এতজনের জীবন বিসর্জন দিতে হলো? জেল-জুলুম কোনো কিছুতেও আমরা পিছপা হই নাই। বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল, উল্টো বিএনপি আরো শক্তিশালী হয়েছে। তিনি আরো বলেন, গণতন্ত্রের প্রশ্নে, দেশের স্বার্থে আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়া আপোষ করেননি। তিনিও নানা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। খালেদা জিয়া বিএনপির রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি ১৮ কোটি মানুষের সঙ্গে মিলেমিশে রাজনীতি করেছেন। অনেকেই বিএনপির জনপ্রিয়তা সহ্য করতে পারেনা। নির্বাচন দিলে বিএনপিই ক্ষমতায় আসবে। কারা আসবে তাহলে?

যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা? যারা শেখ হাসিনার মতো স্বৈরাচার তারা? বিএনপিই ক্ষমতায় আসবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত