ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইউএসএআইডির মহাপরিদর্শক বরখাস্ত

ইউএসএআইডির মহাপরিদর্শক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মহাপরিদর্শক পল মার্টিনকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার তাকে বরখাস্ত করা হয়। সিএনএন-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের, সংস্থাটি (ইউএসএআইডি) নির্মূল করার চেষ্টার সমালোচনা করে তার কার্যালয় একটি প্রতিবেদন প্রকাশের একদিন পরই বরখাস্ত করা হলো পল মার্টিনকে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ের উপ-পরিচালক মার্টিনকে একটি ইমেলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। তাতে লিখা ছিল, ইউএসএআইডির মহাপরিদর্শক পদ থেকে তাকে ‘অবিলম্বে কার্যকরভাবে বরখাস্ত করা হয়েছে। ইউএসএআইডির মহাপরিদর্শক কার্যালয়ের একজন মুখপাত্র মার্টিনের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, তাকে বরখাস্ত করার কোনো কারণ জানানো হয়নি। আইন অনুযায়ী প্রশাসনকে একজন ইন্সপেক্টর জেনারেল বা মহাপরিদর্শককে বরখাস্ত করার আগে কংগ্রেসকে ৩০ দিনের নোটিশ দিতে হবে এবং ওয়াচডগদের অপসারণের জন্য মামলা-নির্দিষ্ট কারণগুলোও জানাতে হয়। পল মার্টিন ২০২৩ সালের ডিসেম্বর থেকে মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনের প্রথম সপ্তাহে বহু ফেডারেল সংস্থার মহাপরিদর্শকদের বরখাস্ত করলেও ইউএসএআইডির পদে পলের নিয়োগ বহাল ছিল। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ইউএসএআইডি মহাপরিদর্শকের অফিসের কর্মীদেরও জানানো হয়েছে, তাদের অফিসে প্রবেশাধিকার নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত