জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ফল সংরক্ষণের জন্য বাংলাদেশকে ৪ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা প্রায়ই ফসলের ক্ষতির সম্মুখীন হন, তাই এফএও বাংলাদেশকে কৃষকদের জন্য ফসল বিমা চালু করতেও সহায়তা করবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।