ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জাকিয়া তাজিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তাদের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণ নিয়ে না দেয়া এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বেক্সিমকো গ্রুপের সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট অতিক্রান্ত হওয়ার বিষয়টি অসৎ উদ্দেশে সুকৌশলে এড়ানোর জন্য জাকিয়া তাজিনের ব্যবসা প্রতিষ্ঠান ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি ইউনিট-২ লিমিটেডের নামে লোন মঞ্জুর করা হয়। মঞ্জুরীপত্রের এলসি শর্তাবলী ভঙ্গ করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের নাম সর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের কাছ থেকে ৯৮ লাখ ৮২ হাজার ইউএস ডলারের যা বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার বিনিময়ে ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জির (ইউনিট-২) জন্য ড্রইং ও ডিজাইন নিয়ে আসার জন্য এলসি খোলা হয়। ড্রইং ডিজাইনের বদলে কাগজ নিয়ে এসে ৭৬ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকা বিদেশে পাচার করে মানিলন্ডারিং করেছেন। এলসির সেই টাকা ফোর্স লোন ক্রিয়েট করে এরই মধ্যে আট বছর পার হয়ে গেলেও ব্যাংকের বকেয়া ৩৩ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা পরিশোধ না করে আত্মসাত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত