নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম ওরফে মন্টু নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত পলাতক রয়েছে। গত বৃহস্পতি রাত পৌনে দুইটার দিকে ওই শিশুকে অসুস্থ অবস্থায় আনা হলে শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আজ শনিবার তার ফরেনসিক পরীক্ষার কথা হয়েছে।
শিশুটির বাবা বলেন, তাদের বাসা রূপসী বাগবাড়ি এলাকায়। তিনি দিনমজুর শিশুটির মা একটি কারখানায় কাজ করেন। তাদের বাসার পাশেই একটি মুদিখানা রয়েছে। ওই মুদি দোকানদারের নাম ইব্রাহিম (৫৫)। গত বৃহস্পতি দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি। তখন ওই মুদি দোকানদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
তিনি আরও বলেন, বিকালে বাসায় আসলে শিশুটি সবকিছু খুলে বলে। পরে দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তখন আমরা রূপগঞ্জ থানায় যাই। থানার মাধ্যমে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, রাতে ওই শিশুটিকে স্বজনেরা থানায় নিয়ে আসে। শারীরিক পরীক্ষার জন্য তাৎক্ষণিক আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।