ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আছিয়ার বাড়িতে আফরোজা আব্বাস

আছিয়ার বাড়িতে আফরোজা আব্বাস

মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গতকাল শুক্রবার সকালে আসেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। তিনি আছিয়ার মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত¡না দেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম উর্মী প্রমুখ।

পরে সাংবাদিকদের আফরোজা আব্বাস বলেন, বিগত সরকারের সময়ে ধর্ষকদের বিচার না করে পুরস্কার দেয়া হয়েছে। ফলে দেশে বিচার হীনতার সংস্কৃতি ছিল। এমন একটি ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায়বিচারের পক্ষে মাঠে নেমেছি। আমরা চাই, এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হোক। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। একই সঙ্গে আমরা পরিবারটিকে সহযোগিতা করছি। আমাদের দল শিশুটির পরিবারের পাশে আছে।’

পরে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন। এ সময় মনোয়ার হোসেন খান শিশুটির বাবার চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। এদিকে আছিয়ার বাড়িতে গতকাল থেকেই এলাকার লোকজন ও আত্মীয়স্বজন ও রাজনৈতিক দলের নেতারা আসতে থাকেন। তারা পরিবারের সদস্যদের সান্ত¡না ও সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। একই সঙ্গে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত