ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কালিয়াকৈরে স্বামী-স্ত্রীসহ তিন যাত্রী নিহত

কালিয়াকৈরে স্বামী-স্ত্রীসহ তিন যাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শনিবার সকালে যাত্রীবাহী সিএনজি ও ইটভর্তি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ সড়কে ওভারটেকিংকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় স্বামী-স্ত্রী ও সিএনজি চালকসহ তিনযাত্রী নিহত হয়েছেন। এসময় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন, জামালপুরের সদর উপজেলার সুনিয়াটেক এলাকার ওয়াহেদ আলী চাঁনের ছেলে ওবায়দুর রহমান (৫০), কালিয়াকৈর উপজেলার সালদোপাড়া এলাকার মৃত বাসুক আলী মাতব্বরের ছেলে আব্দুল আজিজ (৭০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৬৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঢাকার ধামরাই, গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর হাইওয়ে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু ওই সড়কে থাকে না হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টরা। অথচ দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের কার্যকর কোনো প্রদক্ষেপ না থাকায় বেপরোয়াভাবে চলাচল করে যানবাহনগুলো। প্রায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় সিএনটি ও ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত সিএনজিটি সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর যাচ্ছিল। যাওয়ার পথে দ্রুতগতির ওই সিএনজিটি সকাল সাড়ে ৮টার দিকে নামাশুলাই এলাকায় পৌঁছলে ওভারটেকিং করার চেষ্টা করে। এ সময় অপর দিকে থেকে আসা শ্রীপুরগামী ইটভর্তি একটি ট্রাকটিও (ঢাকা মেট্রো-ট ১৫-১৪৭৫) ওভারটেকিং করার চেষ্টা করে। ঝুঁকিপূর্ণ এই সড়কে ওভারটেকিং কালে ওই সিএনজি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই যাত্রীবাহী সিএনজিটি সড়কের ওপর দুমড়ে মুচড়ে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলে সিএনজিচালক ওবায়দুর রহমান, আব্দুল আজিজ ও তার স্ত্রী সুফিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ওই সিএনজির যাত্রী এমদাদুল নামে এক পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। অপর আহতের নাম ঠিকানাও জানা যায়নি। পরে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়াও পুলিশ ওই দুর্ঘটনাকবলিত সিএনজি ও ঘাতক ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত