ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

টেন্ডারে কমিশন বাণিজ্য

শেখ সেলিমের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক

শেখ সেলিমের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে এক হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্নস্থানে এক হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান দুদক কর্মকর্তা আক্তার হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত