ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

স্ত্রীসহ হাসানুল হক ইনুর বিরুদ্ধে দুদকের দুই মামলা

স্ত্রীসহ হাসানুল হক ইনুর বিরুদ্ধে দুদকের দুই মামলা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। মো. আক্তার হোসেন জানান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হাসানুল হক ইনু ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। এছাড়াও ৪টি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং সংক্রান্ত শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হকের জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হয়ে একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। এ অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনে স্ত্রীকে সহায়তার অভিযোগে হাসানুল হক ইনুকেও এ মামলায় আসামি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত