রাজধানীর শাহ আলী থানা এলাকায় যুবক খুন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহ আলী থানা এলাকায় মো. স্বপন (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শাহ আলী থানার পুলিশের তথ্যমতে, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শাহ আলী থানা এলাকার রাসেল পার্কের সামনে স্বপনকে ছুরিকাঘাত করা হয়।

১০ থেকে ১২ জন মিলে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্বপনকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।