ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেপ্তার

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর-নিকলী উপজেলা) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে শহরের সরকারি কলেজ মোড়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সম্পর্কে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বলেন, মেহেরপুর পৌর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকেল নাগাদ তারা মেহেরপুরে পৌঁছাবে। তখন তাদের হাতে আফজাল হোসেনকে সোপর্দ করা হবে। থানা পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে আফজাল হোসেনের ভারতে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত