শেখ মুজিবুর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ দাবি করে ফেইসবুকে পোস্ট দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে অব্যাহতি দেয়া হয়েছে।
গতকাল বুধবার সকালে ফেইসবুক থেকে এ পোস্ট দেয়ার পর তাকে পদ থেকে সরিয়ে নেয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন জানান। এদিকে, পোস্ট দেয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সহকারী কমিশনার সিরাজুম মুনিরা কায়ছান।
এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। এর প্রায় পৌনে এক ঘণ্টার পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্টে তিনি দাবি করেন, তার ফেইসবুক হ্যাক হয়েছিল। পরে তিনি তা ফেরত পেয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার তার ফোন নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ইউএনও মোশারফ হোসেন বলেন, “এসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লিখেননি। তার এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক মহোদয় বলেছেন, তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে বলেছেন। সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ে মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এসিল্যান্ড আসলে আমরা প্রতিবাদ জানাই। পরে ইউএনওর হস্তক্ষেপে এসিল্যান্ড সেখান থেকে চলে যায়। আওয়ামী লীগের দোসর এই কর্মকর্তাকে অব্যাহতি দিলেই হবে না; তাকে আইনের আওতায় আনার দাবি জানাই।” ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ দিদারুল আলম বলেন, “এ বিষয়ে বিভাগীয় তদন্তের পর ওই এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”