ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সংস্কারে সব পক্ষ একমত হবে, আশা রিজওয়ানার

সংস্কারে সব পক্ষ একমত হবে, আশা রিজওয়ানার

জাতীয় স্বার্থে ঐকমত্য গঠন ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সময়ের সাথে সব পক্ষ একত্রিত হবে’ প্রত্যাশা রেখে, সংস্কার কাজ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে রিজওয়ানা বলেন, ‘জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক ও নীতিগত ঐকমত্য প্রয়োজন।’

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিজওয়ানা বলেছেন, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও মতপার্থক্য কমিয়ে জাতীয় স্বার্থে একত্রিত হওয়ার প্রক্রিয়া ‘অব্যাহত রয়েছে’।

আগামী নির্বাচন নিয়ে রিজওয়ানা বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করা হচ্ছে। এছাড়া, জুলাই-আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করব, যেন জনগণ এই বিচারের মাধ্যমে ন্যায়বিচারের কিছুটা অনুভূতি পায় এবং আস্থার পরিবেশ সৃষ্টি হয়।’

উপদেষ্টা বলেছেন, জনগণের চাহিদার ভিত্তিতে সংস্কার কাজ এগিয়ে নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত