আসন্ন ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল বুধবার বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত এ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না থাকায় বিভিন্ন পরিবহন কোম্পানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে গাবতলী ও মহাখালী টার্মিনালের প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া গেছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি ও লক্ষ্মীপুরগামী নীলাচল পরিবহন ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কামারপাড়ায় গাইবান্ধাগামী নিউসাফা পরিবহন দুইযাত্রীর কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করায় প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা এবং মিরপুর ডি লিংক ও নীলাচল পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ফুলবাড়ীয়া বাস টার্মিনালে অভিযান চালিয়ে দোলা পরিবহন, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।