অন্তর্বর্তী সরকারের গঠন করা পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন এবং নারীবিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা বলা হয়। এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এর আগে, গত ১৮ নভেম্বর এ পাঁচ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলোকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হয় ১৭ ফেব্রুয়ারি। নির্ধারিত সময় প্রতিবেদন দিতে না পারায় গত ১৮ ফেব্রুয়ারি সরকার কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১ মার্চ করে। এবার তৃতীয় দফায় মেয়াদ বাড়ানো হলো।